How to Check Robi Internet Balance (MB Code)

আমরা যারা রবি সিম ব্যাবহার করি আমাদের মনের একটি সাধারন প্রশ্ন কিভাবে রবি সিমে ইন্টারনেট ব্যালেন্স চেক করা যায়? (How to Check Robi Internet Balance?)


How To Check Check Robi Internet Balance​ (Robi Mb code)



Robi Internet Balance Check Code

রবি সিমের  এমবি  বা ইন্টারনেট ব্যালেন্স চেক করার কোডটি হলো  *8444*44#
  • প্রথমে আপনার ডায়াল প্যাড এ যান, 
  • তারপর ডায়াল করুন  *8444*44#, 

এটি সার্বজনীন কোড, অর্থাৎ এই কোড সবার জন্য। এই কোড ডায়াল করার পর সাথে সাথে আপনাকে আপনার সিমে থাকা অবশিষ্ট ইন্টারনেট ব্যালেন্স বা এমবি জানিয়ে দেওয়া হবে। 

Essential Robi SIM Codes for Users

 একজন রবি সিম ব্যাবহারকারীর  প্রয়োজনীয় কোড 

Robi Service Robi Code
📞 Main Balance (Taka) check code
Minute Check code
✉️ SMS Check code
☎️ Robi own number check code



আমাদের অন্যান্য পোস্টসমূহঃ 

How to Check Banglalink Internet Balance(Banglalink Mb Check Code)

Banglalink Minute Check Code 2025 (All Banglalink SIM Codes)

How to Check Robi Internet Balance via App

আপনি যদি চান অ্যাপ ব্যাবহার করার মাধ্যমে আপনি আপনার ইন্টারনেট বা এমবি দেখবেন, তাহলে আপনি নিচের ধাপগুল অবলম্বন করতে পারেন। 

  • Play Store এ গিয়ে সার্চ করুন  My Robi  app।
  •  তার পর  My Robi  app ডাউনলোড করে নিতে হবে। 
  •  আপনার নাম্বার অ্যাড করতে হবে  করতে হবে। 
  • আপনার মোবাইল নাম্বার এ একটি কোড আসবে সেটি বসিয়ে লগ ইন করতে হবে।
  •  হোম স্ক্রিন এ আপনি আপনার অবশিষ্ট ইন্টারনেট ব্যালেন্স বা এমবি জানতে পারবেন।

শেষ কথা 

আমাদের এই পোস্ট এর উদ্দেশ্য ছিল আপনাদের জানানো কিভাবে আপনারা রবি সিম এ ইন্টারনেট ব্যালেন্স বা এমবি জানতে পারবেন, আশা করি আমাদের পোস্ট আপনাদের উপকারে এসেছে, আমাদের পোস্ট এ কোন ভুল থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এবং অবশ্যই আমাদের জানাবেন যেন আমরা সেটা সংশোধন করতে পারি, আমাদের ওয়েবসাইট এ আশার জন্য আপনাদের ধন্যবাদ।