How To Check Banglalink Internet Balance বা বাংলালিংক এ ইন্টারনেট ব্যাল্যান্স বা এমবি দেখার নিয়ম কি? অথবা বাংলালিংক এ এমবি দেখার কোড (banglalink mb check code) কি? এগুলো একজন বাংলালিংক সিম ব্যাবহারকারীর সাধারন প্রশ্ন। কেননা কেও যদি তার বাংলালিংক সিম দিয়ে ইন্টারনেট ব্যাবহার করার জন্য এমবি কিনে, তার এগুলো জানা অনেক প্রয়োজন। আপনাদের মধ্যে যাদের মনে এসব প্রশ্ন আছে, আজকের এই ব্লগ পোস্ট আপনাদের জন্য।
Banglalink Internet Balance Check Code
আপনি আপনার মোবাইলে বাংলালিংক সিম দিয়ে *5000*500# ডায়াল করার মাধ্যমে চেক করতে পারেন
ডায়াল করার সাথে সাথে একটি এসএমএস আসবে সেখান থেকে আপনি সহজেই ইন্টারনেট ব্যাল্যান্স জানতে পারবেন। এই কোডটি সার্বজনীন অর্থাৎ সকলের জন্য এই কোড। সবাই এই কোড ব্যাবহার করতে পারবেন।
নিয়ম
- আপনার মোবাইল এর ডায়াল প্যাড এ যান
- টাইপ করুন *৫০০০*৫০০#
Banglalink Internet Balance Check By SMS Methood
আপনি যদি চান যে আপনি কোড ব্যাবহার করবেন না, কিংবা আপনার কোড মনে থাকে না, তাহলে আপনি এসএমএস এর মাধ্যমে এমবি জানতে পারেন, কেননা এই মাধ্যমে আপনার এই এসএমএস টি আপনার ফোন সেভ থাকবে এবং আপনি পুনরায় এই মাধ্যম সহজেই ব্যাবহার করতে পারবেন, এর জন্য আপনাকে যা করতে হবেঃ
- আপনার মোবাইল এর ডায়াল প্যাড এ যান
- টাইপ করুন MB এবং পাঠিয়ে দিন 5000 নাম্বার এ
Banglalink Internet Balance Check App Methood
আপনার যদি উপরে কোন মাধ্যম ভালো কিংবা সহজ মনে না হয়, অথবা ভুলে যান, তাহলে আপনার জন্য বাংলালিংক এ এমবি দেখার জন্য সবচাইতে সহজ মাধ্যম হল My Banglalink অ্যাপ ব্যাবহার করা। অ্যাপ ব্যাবহার করে আপনি সহজেই কোন কোড কিংবা বার্তা পাঠানো ছাড়া শুধু অ্যাপ এ ঢুকে এমবি দেখতে পারবেন । এই জন্য আপনাকে যা যা করতে হবেঃ
- প্রথমে প্লে স্টোর এ গিয়ে My Banglalink app ডাউনলোড করে নিতে হবে
- আপনার নাম্বার অ্যাড করে OTP দিয়ে লগ ইন করতে হবে।
- হোম স্ক্রিন এ আপনি আপনার অবশিষ্ট মিনিট দেখতে পারবেন
Internet-Related USSD Codes
Service Name | Code | Action |
---|---|---|
All Internet (Prepaid/Postpaid) | *5000# | |
Social and OTT (Prepaid) | *121*500# | |
Dedicated USSD for Unlimited Internet | *121*5000# | |
Free Internet Quota Check | *121*1002# | |
Internet Gifting | *121*55#, *5000*55# | |
USIM Status (Prepaid/Postpaid) | *5000*40# |
Quick Codes for Banglalink Users
Banglalink MB Check Code is *5000*500#
Banglalink Internet Package Check Code is *5000#